একদশ সংসদ নির্বাচনে ৩ হাজার ৫৬ জন প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল: ইসি সচিব। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 28 November 2018

একদশ সংসদ নির্বাচনে ৩ হাজার ৫৬ জন প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল: ইসি সচিব। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আগামী ৩০ ডিসেম্বর একদশ সংসদ নির্বাচনে ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
আহ বুধবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।
তিনি  আরও জানান, মনোনয়নের মধ্যে ঢাকা ৭০৮ জন, চট্টগ্রাম ৬৮৮ জন, সিলেট ১৭৭ জন, রাজশাহী ৩৫৩ জন, খুলনা ৩৫১ জন, বরিশাল ১৮২ জন, ময়মনসিংহ ২৩৬ জন, রংপুর ৩৬১ জন দাখিল করেছেন।
তিনি আরও বলেন, মনোনয়নের মধ্যে ঢাকা ৮-এ মনোনয়ন পেয়েছেন সর্বোচ্চ ২২ জন। মাগুরা-২ আসন থেকে সর্বনিম্ন মনোনয়ন দাখিল করেছেন চার জন।
ইসি সচিব বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেন সারাদেশ থেকে ৩৯ জন। এরমধ্যে ২৩টি সঠিকভাবে পূরণ হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এ মনোনয়ন দাখিল করেন।

একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages