মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার আহ্বান জানিয়ে সোমবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন সুজন’র জেলা কমিটির সম্পাদক নাসির লিটন।
লিখত বক্তব্য নাসির বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক পন্থা। যার মধ্য দিয়ে ভোটাররা তাদের স্বার্থে কাজ করার জন্য পছন্দের প্রার্থী বেছে নেয়ার সুযোগ পান। নির্বাচন গ্রহণযোগ্য করতে সব দল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বলেন।
এসময় তিনি সুজন এর পক্ষে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙের বিষয়গুলো ফলাও করে প্রকাশ করার পাশাপাশি প্রার্থী কর্তৃক হলফনামায় প্রদত্ত তথ্য সমূহ ভোটারদের মাঝে তুলে ধরার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সুজন এর জেলা উপদেষ্টা মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি ও ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শামসুল আলম মিঠু, সহ-সভাপতি জিনাত রেহানা, সুজন এর ভোলা- ১ নিবাচর্নী এলাকার কো-অর্ডিনেটর শিমুল চৌধুরী, যুগ্ন-সম্পাদক মো. হোসেন প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment