একুশে মিডিয়া, রিপোর্ট:
প্রতিবন্ধী ব্যক্তির একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ উপলক্ষে ইউডিএইচসি'র ত্রৈমাসিক সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এর উদ্যোগে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (২০ নভেম্বর) অনুষ্টিত ত্রৈমাসিক সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিরক কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ ডা. কামরুল আজাদ। প্রধান অতিথির বক্তব্যে কামরুল আজাদ বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। অন্যন্য উপজেলার ন্যায় বাঁশখালীতেও প্রতিবন্ধীদের সেবা বাড়াতে সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারী প্রতিবন্ধীদের চিহ্নিত করণের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী ব্যক্তির স্বাস্থ্য ও পুনর্বাসন প্রকল্পের জেনারেল ম্যানেজার সিরাজুল ইসলাম, সাংবাদিক আবদুল জাব্বার, সাংবাদিক শাহ মোহাম্মদ শফি উল্লাহ, ইউনিয়ন সমাজ কর্মী দেলোয়ার হোসেন, এপিটি ইসরাফিল হোসেন, সিএম আয়ুব আলী, এসএস আসমা আকতার কুসুম প্রমূখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment