একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করতে যাচ্চেন বিএনপি।
আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র দেবে বিএনপি -বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে, গতকাল রবিবার ২৩০ আসনে চিঠি দিয়ে দলের মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে এ চিঠি বিতরণ করা হয়।
ইতিমধ্যে মনোনয়নের চিঠি নিতে গুলশান কার্যালয়ে আসতে শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। পৌনে ১২টার দিকে দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা।
একুশে মিডিয়া/আরএ
No comments:
Post a Comment