মানবতার আর্তনাদ।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 21 November 2018

মানবতার আর্তনাদ।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: রাহুল বড়ুয়া।

আজি বলবো আমি শুধু মানবতার কথা,
কেন আজি এত নির্মমতা?কেন আজি এত বর্বরতা? 
আজি বলবো আমি আইলানের কথা,
বেঁচে থাকলে আইলান হতো বিপ্লবী নেতা।
যার মৃত্যু সহ্য করেনি ভূমধ্যসাগরের জল,
তাইতো তারে গ্রহণ করেনি ভূমধ্যসাগরের তল।
জলতরঙ্গে ভেসে আসে উপকূলের অঙ্গে,
আজি বলবো আমি শুধু মানবতার প্রসঙ্গে।
আসুন সুখে দুঃখে থাকি মোরা মানবতার সঙ্গে।
ব্যথিত হৃদয়ে বলবো আমি,সিরিয় শিশু ওমরানের কথা,
কেন আজি এত নির্মমতা?কেন আজি এত বর্বরতা?
বোমার আঘাতে ঝলসে যায় ওমরানের মুখ,
মুখ পানে চেয়ে দেখলে কষ্টে ফেটে যায় বুক।
ওমরানের ঝলসে যায় একটি চোখের পাতা,
আজি বলবো আমি শুধু মানবতার কথা।
কেন আজি এত নির্মমতা? কেন আজি এত বর্বরতা?
আজি বলবো আমি রোহিঙ্গা শিশুর মৃত্যুর কথা,
যার মৃত্যু মুখ নাফ নদীর কাঁদায় মাখা।
নাফ নদীতে ভাসছে রোহিঙ্গা জাতির লাশ,
সুচির জঘন্য কাণ্ড জাতির কাছে ফাঁস।
রোহিঙ্গা জাতির অধিকার আদায়ে সোচ্চার হতে চাই,
পৃথিবীতে কেন তাদের মাথা গোঁজার ঠাঁই নাই?
বর্মী সেনারা সীমান্তে বসায় মাইন বোমার ফাঁদ,
মাইন বোমার বিস্ফোরণে নীরহ মানুষের আর্তনাদ।
করুণ কণ্ঠে বলবো আজি, 
বোমার আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষের কথা,
মনে বিঁধে যত ব্যথা, বলবো আমি ইয়েমেন বাসীর কথা।
কেন আজি এত নির্মমতা? কেন আজি এত বর্বরতা?
দেশে দেশে বিশ্বনেতারা বসিয়েছে মৃত্যুফাঁদ,
বিশ্বজুড়ে ধ্বনিতেছে মানবতার আর্তনাদ।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages