এখনো জমে উঠেনি পাঁচবিবি'র শীতের কাপড়ের মার্কেট।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 26 November 2018

এখনো জমে উঠেনি পাঁচবিবি'র শীতের কাপড়ের মার্কেট।একুশে মিডিয়া


সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
আজ সোমবার (২৬ নভেম্বর) বিকালে জয়পুরহাটের পাঁচবিবি রেল লাইনের উপর অস্থায়ী শীতের কাপড়ের মার্কেট ঘুরে জানা গেছে,পাঁচবিবিতে এখনো শীতের তীব্রতা না বাড়ায় তুলনামূলক বেঁচা-কেনা অনেক কম। দোকানীরা কিছুটা অলস সময় পার করছে।
এ অঞ্চলের উচ্চ আয়ের মানুষেরা বিভিন্ন নামি-দামি শপিং মল থেকে শীত বস্ত্র কিনতে পারলেও নিম্ন আয়ের মানুষের শীতের কাপড় কেনার একমাত্র প্রধান মার্কেট এই পাঁচবিবি অস্থায়ী শীতের কাপড়ের রেল মার্কেট। এটি মুলত: নিম্ন আয়ের মানুষের শীতের কাপড়ের মার্কেট হলেও উচ্চ ও মাঝারী আয়ের মানুষেরাও এখান থেকে প্রয়োজনীয় শীত বস্ত্র ক্রয় করে থাকেন।
সরেজমিনে পাঁচবিবি রেল মার্কেটের কাপড়ের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে,এখানে সর্বনিম্ন একটি শীত বস্ত্রের দাম কুড়ি টাকা। সর্বোচ্চ পাঁচ থেকে ছয় শত টাকা মুল্যের কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে।
উপজেলার বরণ গ্রামের পুরাতন কাপড় দোকানদার মামুনুর রশীদ বলেন,এখনো শীত বেশি পড়েনি,তাই কেনা-বেঁচা একটু কম। তবে শীত বাড়তে থাকলে বেঁচা-কেনাও বাড়তে থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারী করে বর্তমানে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শীত বাড়তে থাকলে পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages