সৌদি আরবে নারী মানবাধিকারকর্মীসহ বেশকিছু নারী যৌন হয়রানির শিকার!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 21 November 2018

সৌদি আরবে নারী মানবাধিকারকর্মীসহ বেশকিছু নারী যৌন হয়রানির শিকার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
সৌদি আরবে নারী মানবাধিকারকর্মীসহ বেশকিছু নারী যৌন হয়রানির পাশাপাশি অন্যান্য হয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সংগঠন দুটি হয়রানির অভিযোগের ওপর বিবৃতি দিয়েছে। মঙ্গলবার অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, মুখোশ পরা এক জিজ্ঞাসাকারী এক নারীকে যৌন হয়রানি করেছে।
অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, আটককৃত তিনজন নারীকে জোর করে জড়িয়ে ধরা ও চুম্বন করা হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের কারাগারে এ ধরনের হয়রানি চালানো হয়। দেশটির ধাহবান কারাগারে বন্দীদের ইলেকট্রিক শক দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে বেশ কয়েকজন সক্রিয় নারীকর্মীকে গ্রেপ্তার করে সৌদি সরকার। এছাড়া প্রভাবশালী বেশ কয়েকজন আলেম ও বুদ্ধিজীবীকেও আটক করা হয়।
হয়রানি সম্পর্কে জিজ্ঞেস করা হলে ওয়াল স্ট্রিট জার্নালকে এক সৌদি কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনাকে সৌদি আরব কখনোই অনুমোদন করে না। এসব বিষয়কে সবসময়ই নিরুৎসাহিত করা হয়।
গত বছর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও তার ছেলে ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হন। তখনও নারী অধিকার কর্মীদের আটক করা হচ্ছিল। বিবিসি সূত্র একুশে মিডিয়া রিপোর্ট।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages