একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
ভারতের দক্ষিণ দিল্লির তৈমুরনগর থেকে পাঁচ ‘বাংলাদেশি ডাকাত’কে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে দুজন শুক্রবার পুলিশের সঙ্গে গোলাগুলির সময় আহত হন।
গত শুক্রবার মধ্যরাতের তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ডিসিপি(ক্রাইম ব্রাঞ্চ) রাম গোপাল নাইক বলেন, নিউ ফেন্ডস কলোনিতে ‘বাংলাদেশি ডাকাত’দের একটি দল ডাকাতি করতে পারে বলে খবর পায় পুলিশ। আরও জানতে পারে এসব ডাকাত বর্তমানে তৈমুরনগরে অবস্থান করছে।
এসময় ডাকাত দলের দুজন আহত হন। এই দুজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আহতদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন নাইক।
গোলাগুলির সময় একজন কনস্টেবলের বুলেটপ্রুফ ভেস্টে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, কিছু কার্তুজ এবং বাড়ি ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
তিনি বলেন, শুক্রবার দিনগত রাত একটার দিকে ১০ পুলিশ সদস্যের একটি টিম তৈমুরনগরে পৌঁছে সন্দেহভাজনদের ঘিরে ফেলে এবং তাদেরকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তারা গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলি ছোড়ে পুলিশও।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment