মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলায় বাসের চাপায় মোমফিজুল ইসলাম (২ ৫) নামে এক বাইসাইকেলআরোহী নি হত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সদরউপজেলার ভোলা- ভেদুরিয়া- ভে লুমিয়াবিশ্বরোডের চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মফিজুল ইসলাম সদর উপজেলারচরসাসাইয়া গ্ রামের সেকান্দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সাইকেলেকরে চৌমুহনী এলাকা দিয়ে যাচ্ছিলেন মফিজুলইসলাম। এসময় একটি বাস তাকে চাপা দিলেতি নি গুরুতর আহত হন। স্থানীয়রা তা কে উদ্ধারকরে ভোলা সদর হাসপাতা লে নিলে চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ ত কর্মকর্তা (ওসি) ছগীর আলী একুশে মিডিয়া বলেন, খবর পেয়েঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment