মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত যোদ্ধা ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা (৮০) ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিন মেয়ে-এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে পরপারে পাড়ি জমান এ বীরপত্নী।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর নাতজামাই মুন্সী আসাদ রহমান
জানান, দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিস ও কোমরের ব্যথায় ভুগছিলেন। গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। চিকিৎসার জন্য শনিবার (২৭ অক্টোবর) সকালে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পিলখানায় বিজিবি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment