নোয়াখালীর সোনাপুর কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী তানিয়া তাবাসসুম চমক হত্যার প্রতিবাদে এবং খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে জেলা শহর মাইজদীর টাউন হল চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
নিহত চমকের বাবা এনামুল হক হিমেল মানববন্ধনে অভিযোগ করেন, পুলিশকে নিখোঁজের বিষয়ে জানানোর পর তড়িৎ কোনো ব্যবস্থা না নেয়ায় এ পরিণতি হয়েছে।
নোয়াখালীর মাইজদী থেকে নিখোঁজের তিন দিন পর বুধবার দুপুরে পৌর বাজার সংলগ্ন নিজ বাসার পাশের একটি ডোবা থেকে তানিয়া তাবাসসুম চমকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের বিষয়ে গত ১১ নভেম্বর রাতে সুধারাম থানায় সাধারণ ডায়রি করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন একুশে মিডিয়াকে জানান, পুলিশের তদন্ত চলছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment