মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মোসাম্মৎ মালেকা বেগম হঠাৎ অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা গত শনিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিক তাকে এম্বুলেন্স যোগে ভোলা সদর হাসপাতালে আনা হয় বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে ডাক্তার আহসানুল্লাহ রুমির তত্ত্বাবধানে ভিআইপি কেবিনে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বয়স্ক জনিত বিভিন্ন কারণে অসুস্থ হয়েছে বলে জানায় তার পরিবার। বীরমাতা সুস্থতা কামনা সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
মোসাম্মৎ মালেকা বেগম এর সন্তান মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ”মুক্তিযোদ্ধা” বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন জন বাংলাদেশ সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মধ্যে অন্যতম একজন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment