আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইল শহর সিসি ক্যামেরার আওতায়।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 2 December 2018

আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইল শহর সিসি ক্যামেরার আওতায়।একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নড়াইল জেলা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে নড়াইল জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নড়াইলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করার কাজ শুরু হয়েছে।
আগামী ১ সপ্তাহের মধ্যে এ স্থাপনার কাজ শেষ হবে বলে আশ্বাস দিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষটি পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপন করা হয়েছে। গোটা শহরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সার্বক্ষণিক ৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জালাল উদ্দিন  (হেড কোর্য়াটার)।
ক্যামেরার আওতায় সংঘটিত সকল ঘটনা এবং পরিস্থিতি এসব ক্যামেরায় রেকর্ড হবে। নড়াইল শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শহরবাসীর জীবন ও সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা অনুযায়ী সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে জেলা পুলিশ। শহরের প্রবেশ মুখে, মুল সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
এটি অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরণে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন শহরবাসী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং ভেতরে সিসি ক্যামেরা লাগানো হবে যাতে কেউ ইভটিজিং এর শিকার না হয়।
এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে নড়াইল শহরের সচেতন মহোল। ‘অপরাধী শনাক্তকরণে কার্যকরী ভূমিকা রাখবে।’ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই এমন উদ্যোগ নেয়ার কথা জানালেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। তিনি বলেন, 'যেসকল ক্রাইম বিচ্ছিন্নভাবে সংঘটিত হবে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো। এতে আশা করি, আইনশৃঙ্খলা খুব ভালো থাকবে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages