উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় নড়াইল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এসময় সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তারা, জেলা রিটার্নিং অফিসারে কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ সহ মনোননয়ন দাখিলকারীরা।
মনোনয়ন যাচাই-বাছাইকালে যাদের মনোনয়ন ফরমের সকল তথ্য সঠিক বলে প্রমাণিত হয়েছে শুধুমাত্র তাদের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। বাকিগুলো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাদ বলে ঘোষণা করা হয়। এ সময় অন্যান্যের পাশাপাশি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, অনেকে তাদের মনোনয়ন ফরমে অনেক মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচন কমিশনকে বিব্রত করার চেষ্টা করেছে। কিন্ত নির্বাচন কমিশন সুনিপুণভাবে সকল মনোনয়ন ফরম সঠিকভাবে যাচাই-বাছাইপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment