এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫-১ (শার্শা) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট’র প্রার্থী মাওলানা আজিজুর রহমান এবং জাকের পার্টির প্রার্থী সাজেদুর রহমান ডাবলু’র দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছেন রির্টানিং অফিসার।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল তাদের দুই জনের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মাওলানা অাজিজুর রহমান কর্তৃক দাখিলকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় এবং জাকের পার্টির প্রার্থী সাজেদুর রহমান ডাবল ‘র বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন, বিএনপির প্রার্থী মফিকুল ইসলাম তৃপ্তি ও আবুল হাসান জহির ও ইসলামী আন্দোলনের প্রার্থী বখতিয়ার রহমান এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সকাল ৯টা থেকে এ যাচাই-বাচাই শুরু হয়েছে এবং তা চলে বিকেল ৫টা পর্যন্ত।
ইসি জানায়, রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা কারও মনোনয়নপত্র বাতিল করলে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। আপিল করতে হবে ইসির কাছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment