একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীতে সরকারের সমস্ত চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। তিনি আজ সকাল থেকে সরেজমিনে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রজেক্টর ফেজ-২ র চলমান কাজ পরিদর্শন করেন। এরপর মেয়র চার লেইনের বায়েজিদ- ফৌজদার হাট সংযোগ সড়কের চলমান প্রকল্প কাজ দেখতে যান। দুপুর ১ টার দিকে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্প পোর্ট কানেকটিং ও আগ্রাবাদ এক্সেস রোডের ছয়লেনে উন্নীতকরণের চলমান কাজ পরিদর্শন করেন।
এরপর মেয়র পতেঙ্গা ফৌজদার হাট লিংক রোড নির্মাণ কাজ পরিদর্শন করেন। বিকাল তিনটার সময় তিনি কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
ওয়াসার কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ফেজ-১'র কাজ সম্পন্ন হয়েছে। চলমান ফেজ-২'র কাজ আগামী ২০২২ সাল নাগাদ সম্পন্ন হবে।
এসময় ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার এয়াকুব সিরাজদ্দৌল্লা,চসিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ,নির্বাহি প্রকৌশলী আবু সাদাত মো তৈয়ব,বিপ্লব দাশ,অসীম বড়ুয়া, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ প্রণব কুমার চৌধুরী,পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া, ডবলমুরিং থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম, কাউন্সিলর এইচ এম সোহেল, ছালেহ আহমদ, শৈবাল দাশ সুৃমন,এ এফ কবির মানিক, লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, রুবেল আহমেদ বাবু প্রমুখ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment