মার্কিন কংগ্রেসে জামায়াতে হেফাজতেসহ জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে বিল পাস। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 1 December 2018

মার্কিন কংগ্রেসে জামায়াতে হেফাজতেসহ জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে বিল পাস। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
মার্কিন কংগ্রেসে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে একটি বিল পাসের প্রস্তুতি চলছে । জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলামসহ দেশের বেশ কয়েকটি সংগঠনের নাম এতে উঠে এসেছে। বিলটি বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিলটি কংগ্রেসের নিজস্ব ওয়েবসাইটেও সংযুক্ত করা হয়েছে।
বিলে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশে স্থিতিশীলতা ও অসাম্প্রদায়িক গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওই কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে থামাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ওই গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থায়ন এবং তাদের সঙ্গে অংশীদারি বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রতি।

একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages