মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অর্থ ও পানি সম্পদ মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি। ২য় বারেমত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করবেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment