একুশে মিডিয়া, রিপোর্ট:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলে সদ্য যোগদানকৃত গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপির মনোনয়ন নেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসন থেকে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গোলাম মাওলা রনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেওয়া হয়নি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment