দোহারে ধাপাড়িয়া খাল রক্ষার্থে মানববন্ধন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 1 December 2018

দোহারে ধাপাড়িয়া খাল রক্ষার্থে মানববন্ধন। একুশে মিডিয়া


মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
“খাল হোক প্রবাহমান-মধুরচরের পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার হলের বাজারের ধাপাড়িয়া খালের অভিমুখে দাড়িয়ে শনিবার সকালে মানববন্ধন করেছে  মধুরচর গ্রামের বাসিন্দারা।

মধুরচর ঐতিহ্যবাহী ধাপাড়িয়া খালের উপর কালভার্ট ও রাস্তা নির্মাণ এবং পদ্মার সাথে সংযোগ মুখ উন্মুক্ত করার দাবী জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে মধুরচরের শত শত বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনকারীরা জানান, ১৯৮২ সালে এই খালের উপর চলাচলের জন্য  প্রধান সড়ক নির্মাণ হলে খালটি দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। পানি প্রবাহের কোন ব্যবস্থা গ্রহণ না করায় খালের পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া খালের বিভিন্ন স্থান দখল হয়ে যাওয়া এবং পদ্মার সাথে সংযোগ স্থলটি বন্ধ থাকায় মধুরচরের হাজারো মানুষ বন্যা এলেই পানি বন্দি হয়ে পরে। বর্তমানে ময়লা আবর্জনা ও দূর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। সরকার দ্রুত খালটি উন্মুক্ত করে খালের পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী ।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages