একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচনে অংশ নেবেন এবং যথাসময়ে মাঠে থাকবেন। তার অংশগ্রহণ নিয়ে কোনও ধূম্রজাল নেই। বললেন জাতীয় পার্টি মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আজ শনিবার (১ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, একটি পক্ষ এরশাদকে নিয়ে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে, যার কোনও ভিত্তি নেই। তিনি অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment