যশোরে ৬টি আসনে মধ্যে একটি আসনের দাবিতে অনড় জাতীয় পার্টি।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 2 December 2018

যশোরে ৬টি আসনে মধ্যে একটি আসনের দাবিতে অনড় জাতীয় পার্টি।একুশে মিডিয়া


এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
জাতীয় পার্টি মহাজোটে নির্বাচনে অংশ নিলে যশোরের একটি আসনের দাবিতে অনড় থাকবে। আর এককভাবে ভোটে গেলে ৫টি আসনে লাঙ্গল প্রতীকে লড়বে জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জাতীয় পার্টি।
রোববার বিকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী বলেন, যশোরের ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী যশোর-২ আসনে মুফতি ফিরোজ শাহ, যশোর-৩ আসনে জাহাঙ্গীর আলম মোল্লা, যশোর-৪ আসনে অ্যাড. জহুরুল ইসলাম জহির, যশোর-৫ আসনে এমএ হালিম ও যশোর-৬ আসনে মাহবুব আলম বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা লাঙ্গল প্রতীকে লড়বেন।
জাতীয় পার্টি মহাজোটে অংশ নিলে যশোরের একটি আসনের জোরালো দাবি করবো। সেটি হলো- যশোর-৪ আসনে অ্যাড. জহুরুল ইসলাম জহিরের মনোনয়ন। কারণ এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ইতোপূর্বে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ওই আসনে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থাও শক্তিশালী। এজন্য এই আসনটি দাবি করছি। এছাড়া জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নিলে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল প্রতীকে লড়বেন। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages