একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
টপ-অর্ডারের পাঁচজনই পরাস্থ সাকিব-মিরাজের কাছে। ১৮৯০ সালের পর এমন ঘটনা আবার ঘটল। ক্যারিবীয়দের প্রথম পাঁচজনই বোল্ড!
সফরকারীদের এমন বেহাল দশার কী কারণ! নাকি পরাজয় ধরে নিয়েই নেমেছে ব্যাটিংয়ে?
পিচে বল যেভাবে ঘুরছে তাতে যে কয়টা উইকেট বাকি আছে সে কয়টা তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয়ে যাবার শঙ্কা।
বাংলাদেশ দলে নেই কোনও পেসার। এমন চমকে গতকাল টস শেষে বিস্মিত হয়েছে অনেকেই। একটা দলে পেসার থাকবে না তা কি করে হয়!
চার স্পিনারে একাদশ সাজিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তার আগে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ।
দলের নতুন মুখ অভিষিক্ত সাদমান ইসলাম অনিক নিজেকে প্রমাণ করেন ক্যারিয়ারের প্রথম ম্যাচেই। সাকিবের কথার মান রেখেছেন বলা যায়।
টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছিলেন, টেস্টে দারুণ সম্ভাবনাময় সাদমান।
খেললেন নিজের পছন্দের জায়গা ওপেনিংয়ে। খেলেছেন ৭৬ রানের ইনিংস। যদিও আরেক ওপেনার সৌম্য ব্যর্থ হয়েছেন আবারও।
সাকিবের ব্যাটে আসে ৮০ রান। হঠাৎ ডাক পাওয়া লিটন দাসও খেলেন অর্ধশত রানের ইনিংস। ৬২ বলে ৫৪ করে ফেরেন সাজঘরে।
মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারের তৃতীয় শতকটা তুলে নেন টেস্ট মেজাজে ব্যাটিং করে। শেষ পর্যন্ত ১৩৬ রানে গিয়ে থামেন। দশ চারে মিলে করা এই শত রানের ইনিংসে খেলেন ২৪২ বল! সব মিলে বাংলাদেশের সংগ্রহ ৫০৮ রানে গিয়ে থামল।
দিনের শেষ সেশনে ক্যারিবীয়রা ব্যাট করে ২৪ ওভার। তাতে ৭৫ রান তুলতে পারলেও খোয়াতে হয়েছে ৫ উইকেট।
ইনিংসের প্রথম ওভারেই বিদায় ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটের। সাকিবের করা ওই ওভারের শেষ বলে ক্যারিবীয় অধিনায়ককে ফাঁকি দিয়ে সোজা স্ট্যাম্পে আঘাত। শূন্য রানে বিদায় ব্রেথওয়েটের।
এরপর মিরাজের তৃতীয় ওভারে বিদায় আরেক ওপেনার কাইরন পাওয়েলের। ১৫ বলে ৪ রান করা পাওয়েলকেও বোল্ড করেন এই বাম-হাতি অফ স্পিনার।
দুই ওপেনারের বিদায়ের পর ৭ রান করা সুনীল অ্যামব্রিসকে বোল্ড করেন সাকিব। ৯ ওভারে ১৭ রানে নেই ৩ উইকেট! এরপর ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন মিরাজ। রোস্টন চেজকে শূন্য রানে বোল্ড। ২০ রানে নেই ৪ উইকেট।
ঘোর বিপদে থিতু হবার চেষ্টায় থাকা শাই হোপকে বোল্ড করে সাজঘরের পথ দেখান সেই মিরাজই। ২৯ রানে নেই ৫ উইকেট।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment