একুশে মিডিয়া, রিপোর্ট:
সমর্থকের ভুয়া স্বাক্ষরের দায়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল। সমর্থকের ভুয়া স্বাক্ষর জমা দেয়ার অভিযোগে তার মনোনয়পত্রটি বাতিল করা হয়েছে।
এদিকে মনোনয়পত্র বাতিলের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন হিরো আলম। তিনি মনে করছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সেজন্য মনোনয়ন বহাল রাখতে আপিল করবেন বলে জানিয়েছেন হিরো আলম।
রবিবার (২ ডিসেম্বর) দুপুর হিরো আলম বলেন, ‘নির্বাচন কমিশন থেকে অভিযোগ করা হয়েছে আমি সমর্থকের ভুয়া স্বাক্ষর জমা দিয়েছি। এটা সত্য নয়। নির্বাচন কমিশন পুরোপুরি সত্যটা যাচাই করতে পারেনি।’
হিরো আলম দাবি করেন, তার নির্বাচনী এলকা বগুড়া-৪ আসনে মোট ভোটার রয়েছেন ৩০১২৮১। তার এক শতাংশ ভোটারের সংখ্যা দাঁড়ায় ৩১২১ জন। তিনি মনোনয়নপত্র জমা দেয়ার সময় ৩৫২৪ ভোটার সমর্থকের স্বাক্ষর সম্বলিত একটি তালিকা যুক্ত করে দিয়েছেন।
হিরো আলম বলেন, ‘৩৫২৪ জন সমর্থকের মধ্য থেকে ১০জন সমর্থকের সঙ্গে কথা বলেছে নির্বাচন
কমিশন। সেখানে ৭ জন সমর্থক স্বীকারোক্তি দিয়েছেন যে তারা আমাকে প্রার্থি হিসেবে সমর্থন করেন। ৩ জন বলেছেন তারা আমার সমর্থক নয়, তারা স্বাক্ষরও করেনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment