মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর -১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ ও আন্দালিভ রহমান পার্থ এর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন জেলা রিটার্নিং অফিসার। দীর্ঘ শুনানী শেষে তাদের এ মনোনয়ন বৈধ বলে ঘোষনা দেন জেলা প্রশাসক ভোলা।
এদিকে বিএনপি প্রার্থী গোলামনবী আলমগীর এর মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপি প্রার্থী হায়দারআলী লেলিনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। আজ বেলা ২ টায় জেলা প্রশাসকের হলরুমে ভোলা- ১ ও ভোলা-৩ আসনের মনোনয়ন পত্র বাছায়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন।
জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের প্রতিনিধি জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, আন্দালিব রহমান পার্থ’র প্রতিনিধি বিজেপির বিদেশ বিষয়ক সম্পাদক ওয়াশিকুর রহমান অঞ্জন, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, উপজেলা চেয়ারম্যান মোসারফ হোসেন, বিজেপির সম্পাদক মোতাছিম বিল্লাহ, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব। এদিকে বিএনপি প্রার্থী গোলামনবী আলমগীরের মনোনয়ন বাতির করা হয়েছে। তিনি বাংকের টাকা খেলাপী রয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment