গোলাম রাব্বী জয়পুহাট প্রতিনিধি:
সরকারি নিয়মনীতিকে উপেক্ষা করে জয়পুরহাটে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিল আপের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আর এসব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ক্ষুব্ধ।
দেশ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী ফরম পূরণের ১ হাজার ৪৪৫ থেকে ১ হাজার ৫৬৫ টাকা নেওয়ার নিয়ম থাকলেও জয়পুরহাটের তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তা মানছেন না।
তারা পরীক্ষার্থীদের কাছ থেকে ২-৩ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। তারা জানান, বিদ্যালয়ের প্রধানরা ফরম পূরণের বিভিন্ন কারণ দেখিয়ে অতিরিক্ত লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা ।
প্রতিষ্ঠানের প্রধানরা বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করেন ও প্রতিষ্ঠানের রশিদ ছাড়াই টাকা গ্রহণ করার কথাও জানান।
জেলা প্রশাসক মোহাম্মাদ জাকির হোসেন ও জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ দৈনিক অধিকারকে বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment