একুশে মিডিয়া, কুমিল্লা রিপোর্ট:>>>
কুমিল্লা দয়ারামপুরে ডেসটিনি কোল্ড স্টোরেজ লিমিটেড দখল নিয়ে সন্ত্রাসীদের সাথে ডেসটিনির সদস্যদের সংঘর্ষে ১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলার দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
শুক্রবার দুপুরে একদল সন্ত্রাসী দেবিদ্বার উপজেলার দয়ারামপুরে ডেসটিনি বন্দিশাহী কোল্ড স্টোরেজ লিমিটেড দখল করতে যায়। সন্ত্রাসীরা ডেসটিনির সাইনবোর্ড তুলে ফেলে। ডেসটিনির অফিসের তালা ভেঙ্গে মূল্যবান মালামাল লুট করেন । তখন ডেসটিনির সদস্যগণ একসাথে জড়ো হয়ে সন্ত্রাসীদের বাধা প্রদান করে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সন্ত্রাসীদের গুলিতে পথচারী মো. সোহেল মিয়া গুলিবিদ্ধ হয় এবং উভয়পক্ষের ৩০ জন আহত হন। শনিবার বিকালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়া মারা যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, রবিবার (২১ আগষ্ট) নিহত সোহেল মিয়ার বড় ভাই মসিউর মিয়া বাদী হয়ে ৩১ জনের নামোল্লেখ করে ও আরও অজ্ঞাতপরিচয় ২০ থেকে ৩০ জনকে আসামি করে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ডেসটিনির কর্মকর্তা ও কুমিল্লা উত্তর জেলার জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুবদল নেতা- মো. আনিছুর রহমান, শহিদুল ইসলাম , পারভেজ আহমেদ, মো. জিকরুল্লাহ স্বপন, ডেসটিনির কর্মকর্তা- সাখাওয়াত হোসেন বাবুল মো. মাসুদুর রহমান রুপক, মো. মুকছুদ আহমেদ, রিপন বনিক, আব্দুল খালেক মির, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ হোসাইন, মোঃ শাহীন , মাসুদুর রহমান নোমান, মাকছুদুর রহমান, আবু জাফর মিলন, মো. দিদারুল আলম, এম.এন. আবসার, সাইফুল আলম নেওয়াজ, আলমগীর হোসেন মনির, জয়বর্ধন পাল, মো. হারুন অর রশিদ, বিপ্লব দত্ত, এস.এম জাবেদ, সৈয়দ রাসেল, রাজীব চক্রবর্তী, বাহাদুর হোসেন, আব্দুল মান্নান, কাঞ্চন চৌধুরী , সোহেফ রানা সোহেল, নুরুল আজিম লাবলু ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment