একুশে মিডিয়া:
আওয়ামী লীগের শত্রু আর কেউ নেই। নির্বাচন এলেই আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হয়ে যায়।
আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামনে দলের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তৃণমূলের এক নেতা।
গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার দ্বিতীয় পর্যায়ের তৃণমূলের প্রতিনিধিদের বক্তব্যের পর্বে বিষয়টি উঠে আসে। কয়েকজন তৃণমূল প্রতিনিধি তাদের বক্তব্যে নিজ নিজ আসনের বর্তমান সংসদ সদ্যদের (এমপিদের) আগামী নির্বাচনে আবারও দলীয় মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভাপতির প্রতি আনুরোধ জানান।
সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমন্ত তালুকদার তার বক্তব্যে বলেন, ‘আমরা গ্রাম থেকে এসেছি। আমাদের কোনো কথা বলার সুযোগ নেই। আওয়ামী লীগের শত্রু আর কেউ নেই। নির্বাচন এলেই আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হয়ে যায়। আমরা কোনো নেতার গ্রুপিংয়ে যাবো না। নেত্রী যাকে নৌকা দেবেন আমরা তাকেই ভোট দেবো। আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বুঝি নৌকা যে দিকে, শেখ হাসিনা সে দিকে।
বান্দরবান জেলার আলীকদম উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোকো মারমা তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ফলে পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, নৌকা যার হাতে যাবে তার পক্ষেই আমরা কাজ করবো। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সম্মানী খুবই নগণ্য। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময় কবির চৌধুরি কক্সবাজারের উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ওই এলাকার চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
ঝালকাঠির কৃত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শঙ্কর মুখার্জী বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। হাঁস-মুরগী লালন-পালন করি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। এ সুযোগ অন্য কেউ দিতো না। সবাই উন্নয়নের কথা বলেন, উন্নয়ন দেখতে হলে গ্রামে আসেন। আমাদের গ্রামে কোনো ছনের ঘর নেই।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘২০০১ সালের সেই ভয়াবহতা যারা দেখেন নি, তারা বুঝবেন না জামায়াত-বিএনপি কী জিনিস। তাই আপনাদের বলবো, কোনও অবস্থায় যেন সেই জামায়াত-বিএনপি ক্ষমতায় না আসতে পারে। এজন্য আমাদের ঐক্য গুরুত্বপূর্ণ।
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, পাবনা সদর উপজেলার সাদুল্যাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস নিজ নিজ আসনের বর্তমান এমপির পক্ষে বক্তব্য রেখে আগামী নির্বাচনে তাদের জন্য দলীয় মনোয়ন চান।
বরিশাল সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়ুন আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র নির্বাচিত করে প্রধানমন্ত্রীকে বরিশাল থেকে বিজয় উপহার দেওয়ার প্রত্যয়ের কথা জানান।
No comments:
Post a Comment