ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে সেমিফাইনালে!!! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 29 June 2018

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে সেমিফাইনালে!!!


একুশে মিডিয়া ডটকম:
আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল যেন স্বপ্নের এক ফাইনাল। অনেকেই আশা করেছিলেন রাশিয়া বিশ্বকাপে হয়তো সবার সেই স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন পুরোপুরি সত্যি না হলেও আবার মিথ্যেও হচ্ছে না। ফাইনালে দেখা না হলেও সেমিফাইনালে কিন্তু ঠিকই দেখা হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিলের।

রোড টু কোয়ার্টার ফাইনাল
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা মুখোমুখি হবে ফ্রান্সের বিপক্ষে। ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে জিতে গেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে মেসিদের। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পর্তুগাল কিংবা উরুগুয়ের সঙ্গে। পর্তুগাল বা উরুগুয়ে যেই দলই থাকুক তাঁকে হারিয়ে দিতে পারলে সেমিতে চলে যাবে মেসিরা।
অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল মুখোমুখি হচ্ছে মেক্সিকোর সঙ্গে। ধরে নিলাম ব্রাজিল মেক্সিকোকে সহজেই হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখবে। সেখানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বেলজিয়াম বা ইংল্যান্ডের মধ্যে একটি দল। যদি ইংল্যান্ড বা বেলজিয়াম দ্বিতীয় রাউন্ডে হেরে যায় সেই ক্ষেত্রে গ্রুপ এইচ থেকে জাপান, সেনেগাল অথবা কলম্বিয়ার সঙ্গে খেলতে হতে পারে নেইমারদের। আর ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জিতে গেলে পা রাখবে সেমিফাইনালে ।
স্বপ্নের সেমি-ফাইনাল
সেমিফাইলে মুখোমুখি হবে ১ম কোয়ার্টার ফাইনাল জয়ী বনাম ২য় কোয়ার্টার ফাইনাল জয়ী। অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যদি পর্তুগাল বা উরুগুয়েকে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে জয়ী দল হিসেবে আর্জেন্টিনা হবে ১ম কোয়ার্টার ফাইনাল জয়ী দল।
অন্যদিকে ২য় কোয়াটার ফাইনাল বিজয়ী অর্থাৎ ব্রাজিল যদি কোয়ার্টারে তাঁদের সম্ভাব্য প্রতিপক্ষকে হারিয়ে দেয় সে ক্ষেত্রে ২য় কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল হবে ব্রাজিল।
সেই হিসেবে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিরশত্রু ব্রাজিলের বিপক্ষে। এরকম হলে পুরো বিশ্বে ফুটবল প্রেমিকদের কাছে কি রকম উত্তেজনা বিরাজ করবে সেটা না বললেও অনুমান করা যায়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages