একুশে মিডিয়া:
বেশ কয়েকবার ‘রা ওয়ান’র সিক্যুয়েল নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন শাহরুখ খান। কিন্তু এ ব্যাপারে বলিউড ‘বাদশা’ এতদিন নিশ্চিত করে কিছু বলেননি।
তবে এবার ‘রা ওয়ান’র দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়টি নিজ মুখে জানিয়েছেন শাহরুখ।
শনিবার (৩০ জুন) শাহরুখপত্নী গৌরী খান নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে শাহরুখ তার ২৬ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে নানা কথা বলেছেন। কথা বলার এক পর্যায় ‘রা ওয়ান’র সিক্যুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন।
শাহরুখ বলেন, ২০১১ সালে আমি সুপারহিরো হয়ে বাচ্চাদের ইচ্ছে পূরণ করেছি। সে চিন্তা থেকে এটা আবার আসবে। এখন আমি ‘রা ওয়ান’ সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছি।
‘রা ওয়ান’ সিনেমাটিতে ‘জি ওয়ান’ চরিত্রে শাহরুখ অভিনয় করেছিলেন। আরও অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান ও অর্জুন রামপাল।
এদিকে বছর শেষে ডিসেম্বরে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জিরো’ মুক্তি পেতে যাচ্ছে। এতে কিং খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।
No comments:
Post a Comment