নিজ দেশে ন্যুড ফটোশ্যুটের জন্য খ্যাত পাপেন। নগ্ন ছবি তোলার জন্য এই মডেল বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত স্থানগুলোতে যান। বাদ পড়ে না ধর্মীয় স্থাপনাও। পাপেন জেরুজালেমের ওল্ড সিটির একটি বাড়ির ছাদে তোলা একটি নগ্ন ছবি পোস্ট করে তার ইনস্টাগ্রাম পেজে।
পাপেনের তোলা ছবিতে বেশ কিছু মানুষকে প্রার্থণারত অবস্থায় দেখা যায়। আর এ নিয়েই তৈরি হয় বিতর্কের। যে স্থানে পাপেন ছবিটি তুলেছে সে স্থানটি রাব্বি সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র।
ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ জেরুজালেমের রাব্বি সম্প্রদায়। সেখানকার বাসিন্দারা পারলে মেরেই ফেলেন পাপেনকে!
ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ জেরুজালেমের রাব্বি সম্প্রদায়। সেখানকার বাসিন্দারা পারলে মেরেই ফেলেন পাপেনকে!
এর আগে ২০১৭ সালেও ২৬ বছরের মারিসা প্রায় এমনই ঘটনা ঘটিয়েছিলেন মিশরে। ‘ন্যুড ফোটো সিরিজ’ এর ফটোশ্যুট করতে গিয়ে মিশরের কারনাক মন্দিরের সামনেও তিনি সম্পূর্ণ বিবস্ত্র হয়েছিলেন।
No comments:
Post a Comment