ঢাকায় আর্জেন্টিনারা সমর্থকের ‘আত্মহত্যা’ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 July 2018

ঢাকায় আর্জেন্টিনারা সমর্থকের ‘আত্মহত্যা’


একুশে মিডিয়া:
ঢাকার ধামরাইয়ে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফুটবল খেলা নিয়ে বাজি ধরে টাকা দিতে না পারায় গোপাল (২৫) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০ জুন) রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নে ষাট্টা গ্রামের নিজ ঘরে গলায় রশি পেচিয়ে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, গোপাল আর্জেন্টিনার সমর্থক ছিলেন। শনিবার রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলাকে কেন্দ্র করে তিনি ফ্রান্সের আরেক সমর্থকের সঙ্গে মোটা অংকের টাকা বাজি ধরেন। এরপর আর্জেন্টিনা খেলায় হেরে গেলে বাজির টাকা দিতে না পেরে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে তিনি আত্মহত্যা করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো. জাকারিয়া হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages