জাপানের সঙ্গে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করল ইইউ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 July 2018

জাপানের সঙ্গে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করল ইইউ-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক ১৯ জুলাই ২০১৮ এএম রিপোর্ট:
জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিটি স্বাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়ন। টোকিওতে এ চুক্তি স্বাক্ষরের সময় ইইউর একাধিক শীর্ষ কর্মকর্তা এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উপস্থিত ছিলেন। খবর বিবিসি, এএফপি, ইনডিপেনডেন্ট।
চুক্তিটি ইইউর ইতিহাসে বৃহত্তম। এর ফলে এমন একটি মুক্তবাণিজ্য অঞ্চল তৈরি হলো। যার আওতায় থাকবে বিশ্বের মোট জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ এবং ৬০ কোটির বেশি মানুষ।
এ চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে একটি ‘কড়া বার্তা’ দেয়া হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চুক্তির ফলে ইউরোপের ওয়াইন এবং শূকরের মাংস জাপানি ভোক্তাদের জন্য সস্তা হবে, অন্যদিকে ইউরোপের ভোক্তারা আরও সস্তায় জাপানি যন্ত্রাংশ, চা ও মাছ ভোগ করতে পারবেন।
বাণিজ্য চুক্তিটির ফলে ইইউতে রপ্তানি করা ৯৯ শতাংশ জাপানি পণ্যের শুল্ক মওকুফ হবে। অন্যদিকে জাপানে রপ্তানি করা ৯৪ শতাংশ ইউরোপীয় পণ্যের শুল্ক মওকুফ হলেও পরবর্তীতে তা ৯৯ শতাংশে উন্নীত হবে। মূলত চালের মতো পণ্যের কারণে আপাতত এ পার্থক্য রাখা হয়েছে। উল্লেখ্য, চাল জাপানে সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর একটি পণ্য এবং কয়েক যুগ ধরে দেশটি পণ্যটিতে সুরক্ষা দিতে যাচ্ছে।
ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, একটি পরিষ্কার বার্তা পাঠাচ্ছি, আমরা সংরক্ষণবাদের বিরুদ্ধে জোটবদ্ধ। ইইউর আরেক শীর্ষ কর্মকর্তা, ইইউ কমিশনের প্রধান জঁ-ক্লদ ইয়ুঙ্কার জানান, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা মুক্ত ও ন্যায্য বাণিজ্যের জন্য একটি যৌথ বক্তব্য রাখছি, আমরা দেখাচ্ছি, যখন আমরা একসঙ্গে কাজ করি, তখন আরও বেশি শক্তিশালী ও কার্যকর হয়ে উঠি। তিনি আরও বলেন, চুক্তিটি এ বার্তা দিচ্ছে যে, বাণিজ্য হচ্ছে শুল্ক এবং বাধার চেয়ে বেশি কিছু, এটি মূল্যবোধেরও বিষয়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages