একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
ধারণা সত্যি করে ১১তম জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের মসনদে বসছেন দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান। ইমরানের জয়ে সমর্থকদের পাশাপাশি উল্লসিত পাকিস্তানের ক্রিকেটাররাও। পাকিস্তানের ওয়াসিম আকরাম ও শহিদ আফ্রিদিসহ অনেক ক্রিকেটার ইমরানকে শুভকামনা জানিয়েছেন।
ইমরানকে অভিনন্দন জানিয়ে বাইশ গজে বিশ্বজয়ের ক্ষেত্রে ইমরানের অন্যতম প্রধান অস্ত্র ওয়াসিম আকরাম এক টুইটে বলেন, 'তোমার নেতৃত্বে আমরা ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। তোমার নেতৃত্বেই আমরা আবার একটি মহান দেশ হয়ে উঠতে পারি।'
বৃহস্পতিবারই ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিন্দন জানিয়ে এসেছেন আকরাম। সেকথা জানিয়ে তিনি বলেন, 'দেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম। সব কিছুই সরকারি রীতি মনে হল। তবে আমি এখনও ইমরানকে অধিনায়কই বললাম।'
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকর হিসেবে কাজ করা রামিজ রাজা টুইটে লিখেছেন, 'নেতা হিসেবে ইমরানের চেয়ে ভাল উদাহরণ আর কে হতে পারে? সুপার স্টার হিসেবে ওর তুলনা মেলা ভার। অথচ বাইশ বছর ধরে এই একটা লক্ষ্য এবং আদর্শের জন্য লড়াই করে গিয়েছে। ও সব সময়ই বাকিদের চেয়ে আলাদা। ইমরানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা গর্বিত।'
ওয়াকার ইউনুস বলেন, বিশেষ কৃতজ্ঞতা মহান নেতা। অত্যন্ত সরল, সৎ এবং বাস্তববাদী। আপনার মত পরামর্শদাতার ছাত্র হতে পেরে গর্বিত। অভিনন্দন অধিনায়ক।
ইমরানকে অভিনন্দন জানিয়ে শাহিদ আফ্রিদির লিখেছেন, 'এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন। ২২ বছরের লড়াই এত দিনে সফল হল। এই সাফল্যটা ওর প্রাপ্য। তোমার কাছ থেকে পাকিস্তান অনেক কিছু প্রত্যাশা করে। আশা করব, তুমি আমাদের সামনে থেকেই নেতৃত্ব দেবে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment