মোটামুটি সবরকম বিতর্কেই জড়িয়েছে এই অভিনেত্রী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 21 July 2018

মোটামুটি সবরকম বিতর্কেই জড়িয়েছে এই অভিনেত্রী-একুশে মিডিয়া

ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
মোটামুটি সবরকম বিতর্কেই জড়িয়েছেন এই অভিনেত্রী। নেটিজেনরা তাকে নিয়ে ট্রোল করে থাকেন নিয়মিত। কিন্তু এসব যেন তার নজরেই আসেনা। বলছিলাম ভারতীয় অভিনেত্রী হিনা খানের কথা। নিজেকে সবর্দা মিস পারফেক্ট দেখানোর চেষ্টায় থাকেন তিনি। সম্প্রতি রিয়্যালিটি শো ‘বিগ বস’র এন্টারটেনার হিসেবে ‘দাদাসাহেব ফালকে’ পুরষ্কারও জিতেছেন তিনি।
কিন্তু এবার এই অভিনেত্রীর বিরুদ্ধে উঠছে গয়না আত্মসাতের অভিযোগ৷ একটি সংস্থার সোনার গয়না ফেরত না দেওয়ার অভিযোগ ওঠে হিনার বিরুদ্ধে৷ সূত্রের খবর, আইনি নোটিশও পাঠানো হয়েছে হিনার কাছে৷
‘দাদাসাহেব ফালকে’ পুরষ্কার গ্রহণের সময় একটি লাল-কালো-সাদা রঙের স্টেটমেন্ট শাড়ির সঙ্গে সোনার নেকপিসও পরেছিলেন হিনা৷ সেই হারটি একটি সংস্থা থেকে তাকে অনুষ্ঠানের জন্য পরতে দেওয়া হয়েছিল৷ অনুষ্ঠানটি শেষ হয়ে গিয়েছে অনেকদিন৷ কিন্তু সেই গয়নার সংস্থা আজও হারটি ফেরত পায়নি৷ এমনই দাবি এনেছেন সেই সংস্থার কর্তৃপক্ষ৷
বহুদিন গয়না ফেরত না পাওয়ায় সেই গয়না ব্যবসায়ী হিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন৷ হিনাকে গয়নার বিষয় জিজ্ঞাসাবাদ করায় তিনি জানিয়েছিলেন তার স্টাইলিস্ট হারটি হারিয়ে ফেলেছেন৷ অভিনেত্রী কে অনুরোধ করা হয়েছিল হয় হারটি ফেরত দিতে হবে নয়তো হারটির মূল্য দিতে হবে৷
হিনা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷ নিজের টুইটারে তিনি লেখেন, “LOL. আমি তো অবাক হচ্ছি এটাই ভেবে যে আইনি নোটিশটা এখনও আমার বাড়ি এসে পৌঁছল না৷ আমার বাড়ির বদলে সোজা সংবাদমাধ্যমের কাছে পৌঁছে গেল কী করে?  একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages