‘খালেদা জিয়াকে ছাড়া আলোচনা-নির্বাচন সম্ভব নয়, প্রেসক্লাবে: নজরুল ইসলাম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

‘খালেদা জিয়াকে ছাড়া আলোচনা-নির্বাচন সম্ভব নয়, প্রেসক্লাবে: নজরুল ইসলাম

একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বিএনপির স্থায়ী কমিটির সদন্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি চাইলে আলোচনা করতে রাজি, ভালো, আলহামদুলিল্লাহ, আমরা তো বহুবার বলেছি।’
তিনি বলেন, আমরা বলেছি, জনগণের কিছু দাবি দাওয়া আছে আমরা তা নিয়ে আলোচনা করতে চাই। আওয়ামী লীগ যদি করতে আগ্রহী হয় তাহলে আমি মনে করি এটা একটা ভালো লক্ষণ। তবে যিনি এ কথা বলেছেন তিনি কতক্ষণ এ কথার ওপর স্থির থাকতে পারবেন এ দুশ্চিন্তা আছে। তবে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আলোচনা নির্বাচন কিছুই সম্ভব নয়।
শুক্রবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, যা-ই হোক আমরা মনে করি আসলে যুদ্ধ যখন চলে তখনও আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে, আমরা যুদ্ধ করছি না, আমরা আন্দোলন করছি। আলোচনার মাধ্যমে আন্দোলনের সন্তোষজনক স্থানে পৌঁছানো সম্ভব। আমরা স্বাগত জানাবো এবং আমরা চাইবো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়। কারণ তাকে কারগারে রেখে আলোচনা নির্বাচন কিছুই সম্ভব হবে না।
তিনি আরও বলেন, আমরা দণ্ড মওকুফের কথা বলছি না, আপনারা আদালতের ওপর প্রভাব খাটিয়ে তাকে আটক রেখেছেন। আমরা চাই তার জামিনে মুক্ত হোক, চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমরা তার নেতৃত্বে আলোচনা করতে চাই, তিনি মুক্ত হলে তার নেতৃত্বেই আমরা নির্বাচনে যাব।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকারের আমলে মানুষের নূন্যতম অধিকার নেই। গার্মেন্টস মালিকরা ফুলে বড় হয়েছে, আর শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে রাজপথে। সকল পেশার মানুষ আজ অতিষ্ঠ। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় দেশবাসীর কাছে আমাদের আহবান আসুন আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র জনগণের শাসন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠনের জন্য লড়াই করি। মানুষ সুযোগের অপেক্ষায় আছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের। সেই নির্বাচন হতে হবে সকলের অংশগ্রহণে।’
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এম ওবায়েদুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages