তিন সিটি নির্বাচনে সুবিধাজনক অবস্থানে আ’লীগ প্রার্থীরা!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 10 July 2018

তিন সিটি নির্বাচনে সুবিধাজনক অবস্থানে আ’লীগ প্রার্থীরা!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
আসন্ন তিন সিটি কর্পোরেশন (বরিশাল, রাজশাহী ও সিলেট) নির্বাচনে প্রতীক বরাদ্দ হয়েছে। তবে তিন সিটি করপোরেশন নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর এরই মধ্যে সিলেটে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
মঙ্গলবার(১০জুলাই) সকাল থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর তারা আনুষ্ঠানিক প্রচারে নামেন। তবে ৩০ জুলাই সিটিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট সিটি:
সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ৯ প্রার্থী। এর মধ্যে দু’জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তারা হলেন- মুক্তাদির হোসেন তাপাদার ও কাজী জসিম। বর্তমানে ৭ জন মেয়র প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী বদজ্জামান সেলিম, ইসলামী আন্দোলনের ডা. মোয়াজ্জেম হোসেন, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর ও এহসানুল হক তাহের। ২০ দলের পক্ষে তিনজন ও আওয়ামী লীগের সমমনাদের পক্ষে একজন প্রার্থী সিসিক নির্বাচনে মেয়র পদের চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।

এ সিটিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৮৯ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ১২৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৬২ জন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হতে যাচ্ছেন ২০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পদক আজাদুর রহমান আজাদ।
সিলেটে সর্বশেষ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ১৫ জুন। সেই নির্বাচনে ৩৭ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপির আরিফুল হক চৌধুরী। পরাজিত হন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান। তবে এর আগে দুই দফায় মেয়র ছিলেন কামরান।
রাজশাহী সিটি:
রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, রাজশাহীর সিটি করপোরেশন নির্বাচনে একজন মেয়র প্রার্থী ও ৮ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ৭ জুলাই জাতীয় পার্টির মেয়র প্রার্থী ওয়াসিউর রহমান দোলন আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর ফলে মেয়র পদে লড়াইয়ে আছেন ৫ জন প্রার্থী। বাকি চারজন হলেন- বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান, গণসংহতি আন্দোলনের অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলাম। সাধারণ কাউন্সিলর পদে ১৬০ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
লিটনকে বছরখানেক আগেই মেয়রপ্রার্থী হিসেবে ‘গ্রিন সিগন্যাল’ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। এ কারণে আওয়ামী লীগ আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ এগিয়ে থাকায় সমস্যায় পড়ে বিএনপি। আর বর্তমানে আওয়ামী লীগ প্রার্থী লিটনের কর্মী সমর্থকদের মাঠ দখলের কারণে কোণঠাসা হয়ে পড়েছেন বুলবুলের অনুসারীরা।
বরিশাল সিটি:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেশ স্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেননা আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে জনসমর্থন রয়েছে বিপুল পরিমাণ। এছাড়া তাদের ভোট ব্যাংকে আঘাত হানার মতো কোনো প্রার্থীও নেই এবারের সিটি নির্বাচনে। অপরদিকে অন্য জায়গায় জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিলেও বরিশালে তেমনটা হয়নি।
এখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে ইকবাল হোসেন তাপস। বিএনপি অস্থিরতার মধ্যে রয়েছে। কেননা তাদের এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী। কেননা এই প্রার্থী নির্বাচন না করলে প্রায় সব ভোটই পেত বিএনপি প্রার্থী। এদিক থেকে ভোট ভাগ হয়ে যাওয়ায় বেশ বেকায়দায় পড়েছেন বিএনপি নেতারা। তবে আওয়ামী লীগ নেতাদের ভোট ব্যাংক নিয়ে কোনো ঝামেলা হওয়ার সন্দেহ নেই বলে জানিয়েছেন বরিশালের রাজনৈতিক বিশ্লেষকরা। 

এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মুখপাত্র বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, আমাদের উঠান বৈঠক, মিছিল ও মাইকিংয়ের কর্মসূচি রয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকেই এসব কর্মসূচি পালিত হবে। এছাড়া অনলাইনভিত্তিক প্রচারণাও শুরু করার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages