একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এক সমাবেশ গতকাল শনিবার সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে সরল ইউনিয়নের চেয়ারম্যান ও সরল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয় ।
সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, ,চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন,ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহানা আক্তার কাজেমী,পৌরসভা আওয়ামীলীগ নেতা নীলকন্ঠ দাশ,পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ,ফাহিম চৌধুরী,মনজুর আলম,রশিদ আহমদ,মিনু আরা বেগম,শংকর ঘোষ,মো: হারুন,আবদুল মান্নান, ছৈয়দ আহমদ রাজু, ছৈয়দ আহম, আমির হোসেন, মো: বাহাদুর প্রমুখ ।
সভায়
বক্তারা বলেন বাশঁখালী আওয়ামীলীগের অভিভাবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বাশঁখালীতে যে উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা বিগত ত্রিশ বছরের ও হয়নি ।
তাই
বাশঁখালীর উন্নয়নে আগামীতে নৌকার প্রতীক নিয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাশঁখালীতে নির্বাচন করবেন ।
বর্তমানে বাশঁখালীর ১৪ জন চেয়ারম্যানের মধ্যে ১১জন চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর হাতে দেওয়া নমিনেশন পেয়ে নির্বাচিত হয়েছেন ।
এইদিকে বাঁশখালীতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সেন্টার কমিটি গঠন করা হচ্ছে।
তাই আমরা যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তারা প্রত্যেকে আবারো আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুর কে এমপি নির্বাচিত করে বাশঁখালীর উন্নয়নের ধারা অভ্যাহত রাখার আহবান জানান। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment