পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। খবর বিবিসি, নিউ ইয়র্ক টাইমস।
১৬ জুলাই ফিনল্যান্ডের হেলসিংকিতে বৈঠক করেছেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট।
কলোরাডোতে চলছে অ্যাসপেন নিরাপত্তা সম্মেলন। এ সম্মেলনে থেকে পুতিনকে দেয়া ট্রাম্পের আমন্ত্রণের খবর বিস্মিত হতে দেখা গেছে মার্কিন গোয়েন্দা প্রধান ড্যান কোটসকে।
হেলসিংকির বৈঠকে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও জানেন বলেও জানান এ গোয়েন্দা পরিচালক।
ফিনল্যান্ডের হেলসিংকিতের বৈঠকে ট্রাম্প ও পুতিনের সঙ্গে কেবল তাদের অনুবাদকরাই উপস্থিত ছিলেন। দুই ঘণ্টার ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও বৃহস্পতিবার ট্রাম্প হেলসিংকির বৈঠককে ‘বিরাট সাফল্য’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার কলোরাডোতে অ্যাসপেন সিকিউরিটি ফোরামে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক কোটস বলেন, ‘আমার ঠিক জানা নেই বৈঠকে কী নিয়ে কথা হয়েছে। আমার মনে হয়, সময় যত গড়াবে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। তাছাড়া, আমাদের প্রেসিডেন্ট তো এখন পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে অবহিত করেছেনই। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages