একুশে মিডিয়া, গাজীপুর, ১৭ জুলাই ২০১৮ ইং এ.এম রিপোর্ট:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চতুর্থ শ্রেণির প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁর নাম আবু হামজা (৩৫)। বাড়ি উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে।
শিশুর স্বজনরা জানায়, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে শিশুটি খেলার জন্য বাড়ির পাশে একটি মাঠে যায়। এ সময় তার প্রতিবেশী চাচা আবু হামজা তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এলে হামজা দৌঁড়ে পালিয়ে যান। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পরে রোববার সকালে আবু হামজাকে আসামি করে শিশুটির মা শ্রীপুর থানায় একটি মামলা করেন।
জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও টু মমিনুল ইসলাম জানান, শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রুজু হওয়ার পর রোববার রাতে এক আত্মীয়র বাড়ি থেকে আবু হামজাকে গ্রেপ্তার করা হয়। ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment