একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
বাবাকে বলা হতো 'দ্য ওয়াল'। উইকেটে একপাশ আগলে রেখে অনেক ম্যাচেই ভারতকে জয় পাইয়ে দিয়েছিলেন তিনি। বলছি রাহুল দ্রাবিড়ের কথা। এবার বাবার পথেই হাঁটছেন পুত্র শমিত দ্রাবিড়। বয়স মাত্র ১২। এর মধ্যেই সে এসে গেছে সংবাদ শিরোনামে। অন্য কোনো কারণে নয়; ক্রিকেটীয় দক্ষতা দেখিয়ে নজর কেড়েছে সবার।
১২ বছরের শমিত দ্রাবিড় বর্তমানে স্কুল স্তরে খেলছে। সম্প্রতি একটি অনুর্ধ্ব ১৪ ম্যাচে ব্যাট-বল হাতে নিজের অল-রাউন্ড দক্ষতা প্রমাণ করেছে জুনিয়র দ্রাবিড়। ব্যাঙ্গালুরুতে কটোনিয়ন শিল্ড ট্যুরনামেন্টে মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে মাঠে নেমেছিল শমিত। তার স্কুল টিমের জয়ের পিছনে এদিন অন্যতম প্রধান কারিগর ছিল শমিত দ্রাবিড়ই।
এদিন অপরাজিত ৫১ রান করার পাশাপাশি মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেয় শমিত। তবে এবারই প্রথম নয়। জানুয়ারি মাসে অনুর্ধ্ব ১৪ BTW কাপে শতরান করেছিল শমিত। ২০১৫ সালে 'অনুর্ধ্ব ১২ গোপালান ক্রিকেট চ্যালেঞ্জে 'সেরা ব্যাটসম্যান পুরস্কার জিতেছিল সে। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দল দারুণ এক অল-রাউন্ডার পেতে যাচ্ছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment