উচ্চ বেতনে লোভ দেখিয়ে রিকশাচালকের স্ত্রীকে বিক্রি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 11 July 2018

উচ্চ বেতনে লোভ দেখিয়ে রিকশাচালকের স্ত্রীকে বিক্রি!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেস্ক:
কোহিনূর বেগম নামে এক গৃহবধূকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোহিনূরের স্বামী রিকশাচালক আব্দুল কাদির বুধবার (১১ জুন) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, স্ত্রী ও দুই সন্তান নিয়ে বন্দর থানার ছালেহনগর এলাকার রিকশাচালক আব্দুল কাদিরের অভাবে দিন কাটছিল। তাদের দারিদ্র্যতার সুযোগে প্রায় সময় বন্দর ঝাউতলা এলাকার ইকবাল মিয়ার স্ত্রী ফিরোজা বেগম কোহিনূর বেগমকে সৌদি আরব যেতে নানা প্রলোভন দেখাত।
একপর্যায়ে কোহিনূর বেগম লোভে পড়ে সৌদি আরবে যেতে রাজি হন। অবশেষে ২০১৬ সালের ২৬ অক্টোবর কোহিনূরকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে সৌদি আরবে বিক্রি করে দেয়া হয়।
স্বামী আব্দুল কাদির স্ত্রী কোহিনূরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়ার অনুরোধ করেও কোনো সাড়া পাননি। কোহিনূরকে দেশে ফেরত আনার দাবি জানালে ফিরোজা বেগম কাদিরের কাছে টাকা চান এবং বিষয়টি এড়িয়ে যান।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মণ্ডল বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages