একুশে মিডিয়া:
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিজাত রেষ্টুরেন্ট ফুড ভিলেজ প্লাসের বাথরুমের পাইপের ভেতর থেকে একট পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবস্থিত এই হোটেল থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
ফুড ভিলেজ প্লাসের উপ-মহাব্যবস্থাপক সাগর হোসেন জানান, কয়েকদিন ধরে হোটেলের বাথরুমের পাইপ জ্যাম হয়ে যাওয়ায় সকালে সুইপার ডেকে সেটা পরিস্কার করা হচ্ছিল। এ সময় বাথরুমের পাইটের ভেতর থেকে ওই পিস্তলটি পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ- সুলতান জানান, খবর পেয়ে পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তবে সেটি আসল পিস্তল কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
No comments:
Post a Comment