ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
দশম জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ২০১৭-২০১৮ অর্থবছরের তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। আগের অর্থবছরে আয়ের চেয়ে ব্যয় বেশি হলেও এবার কিন্তু আয় বেশি দলটির। ফলে গত কয়েক বছরের ঘাটতি থেকে বেরিয়ে আসল দলটি।
বুধবার (১৮ জুলাই) জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষরিত আর্থিক বিবরণী ইসির উপ-সচিব আব্দুল হালিম খানের কাছে জমা দেয় দলটির একটি প্রতিনিধি দল।
ওই আর্থিক বিবরণীতে বলা হয়, ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত জাপার আয় ছিল ১ কোটি ৮ লাখ ৫৫ হাজার ২৪০ টাকা। এর বিপরীতে ব্যয় হয় ১ কোটি ৭ লাখ ১৭ হাজার ৩৬১ টাকা। ফলে আয় হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৮৭৯ টাকা।
বিবরণীতে যেসব খাত থেকে দলের আয় দেখানো হয়েছে
সদস্য, কর্মী ও কার্য উপদেষ্টা পরিষদের সদস্যদের চাঁদা, ফরম বিক্রি, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদান, দলের পত্রিকার সাময়িকী ও বইপত্র বিক্রি এবং দলের বিভিন্ন সংস্থা বা সেবামূলক প্রতিষ্ঠান থেকে আসা আয়।
যেসব খাত থেকে ব্যয় দেখানো হয়েছে
প্রতিষ্ঠানিক, বিদ্যুৎ, ওয়াসা ও গ্যাসসহ ইউটিলিটি বিল, সভা, প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম, বিজ্ঞাপন, প্রকাশনা কার্যক্রম, জাতীয় বিভিন্ন দিবস পালন, ত্রাণ কার্যক্রম, ভ্রমণ, ধর্মীয় বিশেষ অনুষ্ঠান, আপ্যায়ন এবং স্থায়ী ও অস্থায়ী সম্পদ কেনা ইত্যাদি।
জাপার প্রেসিডিয়াম সদস্য খালেদ আক্তারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহর কাছে এই হিসাব জমা দেন। দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু ও যুগ্ম-দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এসময় তার সঙ্গে ছিলেন।
রাজনৈতিক দলগুলোর ২০১৭-১৮ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে কয়েকটি দল প্রতিবেদন জমা দিয়েছে বলে ইসির সহকারী সচিব রৌশন আরা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে দলগুলোর কাছে পাঠানো চিঠিতে ২০১৭-১৮ অর্থবছরের অডিট রিপোর্ট রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফর্মের মাধ্যমে নিরীক্ষা করে ইসিতে জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহরসহ নির্ধারিত ছকে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে।’
কোনো দল পরপর তিন বছর কমিশনে এ প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ওই দলের নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে নির্বাচন পরিচালনাকারী এই সংস্থাটির। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment