ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, সাতক্ষীরা রিপোর্ট:
সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের বয়সী পরিমল চন্দ্র বিশ্বাস নামে এক বৃদ্ধ’র বিরুদ্ধে। বুধবার (২৫ জুলাই) দুপুরে পাটকেলঘাটা থানার লালনচন্দ্রপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
পরবর্তীতে বৃহস্পতিবার অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত ধর্ষক পরিমল চন্দ্র বিশ্বাস(৬০), সে লালনচন্দ্রপুর গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগী শিশুটি পাটকেলঘাটা সদরের মিনা স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও লালচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলেন, বুধবার বেলা ১২টার দিকে লালচন্দ্রপুর মাঠের ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে পরিমল বিশ্বাস। পরবর্তীতে বিষয়টি শিশুটির পরিবার জানতে পারলে স্থানীয় সরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য বৈঠক করেন। বৈঠাক শেষে সেখানে শিশুটির বাবাকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয় করেন অভিযুক্ত পক্ষের লোকজন। কোন প্রকার সুরাহ মেনে না নিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যায় তার বাবা।
এরপর, বৃহস্পতিবার দুপুরের পর থেকে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। মেয়েটির মা পরে বাধ্য হয়ে চিৎকার করে ঘটনাটি সকলকে জানায়। প্রতিবেশিরা সবাই দ্রুত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসার জন্য। বর্তমানে সদর হাতপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
এদিকে, ঘটনাটি আলোচনায় আসার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক পরিমল চন্দ্র।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটির রক্তক্ষরণ হচ্ছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা বলেন, শিশু ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যেই আসলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চালাচ্ছে। সাথে সাথে ঘটনার বিস্তারিত জানার চেষ্টায় রয়েছে পুলিশের ফোর্স। শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment