কাস্টিং কাউচের ফাঁদে সৌমিলি বিশ্বাস-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

কাস্টিং কাউচের ফাঁদে সৌমিলি বিশ্বাস-একুশে মিডিয়া

ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
দীর্ঘ পাঁচ বছর পর টেলিভিশন ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ' দিয়ে পর্দায় ফেরা ভারতীয় অভিনেত্রী সৌমিলি বিশ্বাসকে কাস্টিং কাউচের ফাঁদে পড়ে সিনেমার কাজ হারাতে হয়েছে । আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা সৌমিলি বিশ্বাস জানিয়েছেন।
তিনি বলেন, কাস্টিং কাউচ ফেস করেছি। সে জন্য কিছু বড় ব্যানারের ছবি চলে গিয়েছে। সৌমিলি বলেন, কখনও সরাসরি কেউ কিছু বলেননি। হয়তো কেউ বলেছে, না এটা কর না। তা হলে হবে। কিন্তু সেটা তো আমি করতে পারব না।
এই অভিনেত্রী বলেন, ২০ বছরে ইন্ডাস্ট্রিতে হয়তো কম কাজ করেছি। কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ কোনওদিন কিছু বলতে পারেনি। এটা নিয়ে আমি মাথা উঁচু করে থেকেছি।
কাজ থেকে দূরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই ডিপ্রেশন এসেছিল। এটা তো লুকিয়ে লাভ নেই। আমার পরিবারকে ধন্যবাদ দেব। আমার হাজব্যান্ড খুব ভাল বন্ধু। আমাকে ক্রমাগত সাপোর্ট করে গিয়েছে।
সৌমিলি বলেন, বাবা-মা বুঝিয়েছে। বলত, হয় পলিটিক্সে ঢোক, বোঝ, কর। আর না পারলে দুঃখ করো না। যেটুকু মাথা উঁচু করে করতে পারছ, সেটুকুই থাক।
এই মুহূর্তের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘লোকনাথ'-এর পাশাপাশি নাচের স্কুল চলছে, অ্যাঙ্কারিং চলছে। আর একটা মেগার অফার এসছিল। কিন্তু একসঙ্গে অনেকগুলোতে জাগলিং করতে পারি না আমি। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages