একুশে মিডিয়া:
পাবনার চাটমোহরে গাঁজার গাছসহ বক্কার মোল্লা (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আকুল মোল্লার ছেলে।
জানা গেছে, বক্কার মোল্লা গোপনে তার নিজ বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহাবুব হোসেন, এএসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করেন। পরে বক্কার মোল্লার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্না ঘরের পেছন থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, আটককৃত বক্কার মোল্লার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment