একুশে মিডিয়া, সিলেট রিপোর্ট:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষে মতিউর রহমান নামে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন।
সোমবার দুপুরে নগরীর কুমারপাড়া এলাকায় ইটের আঘাতে তিনি আহত হয়েছেন।
জানা যায়, আজ ভোট চলাকালে কুমারপাড়া এলাকায় কাজীটোলা স্কুলের পাশে দু’পক্ষ সংঘর্ষ হয়। এসময় তাদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হলে সেখানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আঘাত পান।
সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান জানান, ইটের আঘাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার সকাল ৮টা থেকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment