তাজিনের জন্মদিনে বন্যা মির্জার আবেগঘন স্ট্যাটাস-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 July 2018

তাজিনের জন্মদিনে বন্যা মির্জার আবেগঘন স্ট্যাটাস-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। কিছুদিন আগেই আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আজ ৩০ জুলাই তার জন্মদিন। আর তার এই জন্মদিনে তাকে স্মরন করলেন তারই সহকর্মী অভিনেত্রী বন্যা মির্জা।
সোমবার (৩০ জুলাই) নিজের ফেসবুকে বন্যা লেখেন, ৯৮ সালের ৩০ জুলাই, সেইদিন খুব বৃষ্টি ছিল। যখন বাড়ি থেকে বের হই তখন মেঘলা ছিল। আমরা যাচ্ছিলাম নদীর কাছে। তোমার জন্মদিনটা এভাবেই কাটাব বলে! একদম ২০ বছর হবে আজ। গান শুনছিলাম দুজন...
শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস, তোমায় দিলাম আজ।
আর কি বা দিতে পারি,
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি,
ফুটপাত ঘেশা বেলুন গাড়ি, সুতো বাধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন,
তোমায় দিলাম আজ।
জানিনা মৃত্যুর পর জন্মদিন কেমন হয়! আজ খুব বিষাদগ্রস্ত দিন ছিলো, মেঘলাও ছিল কম বা বেশি, আজ দিনটা খুব অন্যরকম ছিল। কাল ভালো হোক সবকিছু। আমি আর নদীর কাছে যাব না।
প্রসঙ্গত, তাজিন আহমেদ ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা পাবনা জেলায়। ঢাকার ইডেন কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তিনি নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার প্রথম নাটক ১৯৯৬ সালের শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’। এরপর অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে জনপ্রিয়তা পান তাজিন আহমেদ। নাটকে আসার আগে তিনি উপস্থাপনা করেও আলোচিত হন। এছাড়া একজন লেখক হিসেবেও দক্ষ ছিলেন তাজিন আহমেদ। তার লেখা বেশ কিছু নাটক প্রচার হয়েছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages