একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
কক্সবাজারের হোটেল থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তা তৌহিদুল ইসলাম (৩২) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌরসভার প্রধান সড়কের হলিডে মোড়ের হোটেল হলিডের ২০৩ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত তৌহিদুল ইসলাম চট্টগ্রাম জেলার পটিয়ার মো: সিরাজুল ইসলামের ছেলে। তিনি আইওএম এর স্বাস্থ্য বিভাগে সিনিয়র প্রোগ্রাম সহকারী হিসেবে কাজ করতেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন খন্দকার বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যু রহস্য জানা সম্ভব হবে। এদিকে আইওএম এর স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা মো: আলমগীর বলেন, মনে হচ্ছে স্বাভাবিক কারণে তৌহিদের মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ রহস্যজনক। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment